সৌদি আরব সরকার বিদেশি ব্যক্তি ও কোম্পানির জন্য সম্পত্তি কেনার সুযোগ করে দিতে নতুন একটি আইন পাস করেছে, যা কার্যকর হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে। ‘ভিশন ২০৩০’ এর অংশ হিসেবে নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটি বৈচিত্র্যময়, উদার ও বিনিয়োগবান্ধব অর্থনীতির দিকে অগ্রসর হতে চায়। প্রথম ধাপে রিয়াদ ও জেদ্দা ছাড়াও আরও কিছু নির্ধারিত শহরে বিদেশিরা বাড়ি ও জমি কিনতে পারবেন।